
প্রকাশিত: Tue, Feb 20, 2024 1:47 PM আপডেট: Tue, Jul 1, 2025 1:57 PM
[১]রাশিয়ার কারাগারে মৃত পুতিনবিরোধী নাভালনির দেহে আঘাত-চিহ্ন, দাবি রুশ সংবাদপত্রের [২]‘সাডেন ডেথ সিনড্রোমে’ মৃত্যু হয়েছে: কারা কর্তৃপক্ষ
ইকবাল খান: [৩] কারাগারেই শুক্রবার ‘রহস্যজনক ভাবে’ মৃত্যু হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির। তার পর তিনদিন কেটে গেলেও এখনও তাঁর দেহ পাওয়া যায়নি।
[৪] তবে একটি রুশ সং?বাদপত্রের দাবি, রোববার আর্কটিকের এক হাসপাতালের মর্গে রয়েছে নাভালনির মৃতদেহ। দেহটির নানা অংশে আঘাত চিহ্ন রয়েছে বলেও দাবি করা হয়েছে। রুশ সংবাদপত্রটির প্রতিবেদনে এক জন চিকিৎসককে উদ্ধৃত করে বলা হয়েছে, ওই চিকিৎসক জানিয়েছেন, জেলের মধ্যে কেউ মারা গেলে নিয়ম মোতাবেক দেহ ফরেন্সিক ব্যুরোয় পাঠানো হয়। কিন্তু নাভালনির বেলায় ক্লিনিকাল হাসপাতালে দেহ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক।
[৫] ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ও এনডিটিভি জানায়, রাশিয়ার বিরোধী মিডিয়া নভোয়া গ্যাজেটা পত্রিকাকে হাসপাতালের একজন প্যারামেডিক জানান, সালেখার্দ জেলা ক্লিনিক্যাল হাসপাতালে আলেক্সেই নাভালনির মৃতদেহ আনা হলে দেখা যায় তার মুখ ও বুকে আঘাতচিহ্ন ছিল।
[৬] অন্যদিকে সালেখার্দ মর্গের একজন কর্মী এ খবর অস্বীকার করে বলেছেন, নাভালনির মৃতদেহ মর্গে আনা হয়নি।
[৭] আনন্দবাজার জানায়, শনিবার নাভালনির ৬৯ বছরের বয়স্কা মা লুদমিলা নাভালনায়া সালেখার্দ শহরের মর্গে পৌঁছেছিলেন ছেলের মৃতদেহ নিতে। কিন্তু সেখানে তিনি নাভালনির মৃতদেহ দেখতে পান নি। তাঁকে শুধু নাভালনির মৃত্যুর সময় জানিয়েছেন জেল কর্তৃপক্ষ। বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টা ১৭ মিনিটে মৃত্যু হয় নাভালনির।
[১০] লুদমিলাকে জানানো হয়েছে নাভালনির মৃত্যুর কারণও। একটি বিজ্ঞপ্তিতে আর্কটিক সার্কল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাডেন ডেথ সিনড্রোমে’ মৃত্যু হয়েছে পুতিনবিরোধী এই রাজনীতিকের।
[১১] তবে নাভালনির দেহ কেন পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না, তা নিয়ে এখনও নিরুত্তর রুশ প্রশাসন।
[১২] শনিবার নাভালনির মাকে বলা হয়েছে, প্রথম দফার ময়না তদন্তের রিপোর্ট অসম্পূর্ণ। তাই ফের দেহের ময়না তদন্ত করতে হবে। অথচ নাভালনির মৃত্যুর পরে প্রাথমিক ভাবে জেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, নাভালনির মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। ফলে এই মৃত্যু নিয়ে কোনও ষড়যন্ত্রের অভিযোগ তোলাও ভিত্তিহীন।
[১৩] নাভালনির মৃত্যু নিয়ে আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলি যা যা অভিযোগ তুলেছে, তা পুরো ভিত্তিহীন বলে দাবি করেছে ক্রেমলিনও। তবে তাঁর সমালোচকের মৃত্যু নিয়ে এখনও নীরব প্রেসিডেন্ট পুতিন। প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি তিনি। যদিও নাভালনির মৃত্যুর খবর পুতিন পেয়েছেন বলে রোববার জানিয়েছে ক্রেমলিন।
[১৪] নাভালনির মৃতদেহ রুশ সরকার লুকিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন তাঁর মুখপাত্র কিরা ইয়ারমিশ। এক সাক্ষাৎকারে অবিলম্বে নাভালনির দেহ ফেরতের দাবি জানিয়েছেন কিরা।
[১৫] কিরা ইয়ারমিশ অভিযোগ করেছেন, ‘‘এই মুহূর্তে আমরা কেউই জানি না নাভালনির দেহ কোথায়, কী অবস্থায় আছে। অবিলম্বে তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার আবেদন আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি।’’
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
